যার ওপর ভরসা, তার নামেই অপবাদ: রিজওয়ানা

৩ সপ্তাহ আগে
বর্তমানে দেশে যার ওপরই ভরসা করা হয় তার নামেই আজেবাজে কথা বলা হয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এসব বক্তব্য ভেরিফিকেশনেরও কোনো উপায় নেই বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে একটি পাঁচ তারকা হোটেলে মেরি স্টোপস আয়োজিত ‘বাংলাদেশে নারীদের স্বাস্থ্যসেবা উন্নয়নে যৌথ উদ্যোগ’ বিষয়ক আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

 

উপদেষ্টা বলেন, সমাজে সারাক্ষণ নেগেটিভিটি ছড়ানোর পেছনে উদ্দেশ্য আছে, বিতর্কিত মন্তব্য ছড়ানোর পেছনে উদ্দেশ্য আছে। কিছু একটা লিখে দিলেই হলো। এরপর মানুষের মুখে ঘুরতে থাকে। মানুষের ফোকাসটা নষ্ট করার জন্য এমন ডিজাইন করা হয়েছে।

 

তিনি বলেন, যার ওপর ভরসা করবেন, তার নামেই আজেবাজে কথা বলে দেয়া হয়। আপনার ভেরিকেশনের উপায় নেই। সন্দেহ ও নেতিবাচকতার ওপর ভিত্তি করে সমাজ গড়ে উঠতে পারে না। নেতিবাচকতায় আমরা যেন খেই হারিয়ে না ফেলি। নারীদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য।

 

আরও পড়ুন: জুলাই সনদ নিয়ে যতই অনৈক্য থাক, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: আসিফ নজরুল

 

রিজওয়ানা হাসান বলেন, বিশ্বায়নের এ যুগে নারীর মানসিক স্বাস্থ্য সচেতনতা উপেক্ষিত। এই সেবা নিয়েও কাজ করা উচিত। আমাদের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে ভোক্তাদের প্রত্যাশার গ্যাপ রয়ে গেছে।

 

তিনি বলেন, এক বছরে বায়ু দূষণ রোধ সম্ভব নয়। সবগুলো সংস্থা মিলে কাজ করলে হয়তো দুই তিনজন মিলে কাজ করা সম্ভব। দৃশ্যমান বায়ুমান উন্নয়ন করার আগ পর্যন্ত মাস্ক পড়া উচিত। আমাদের আইন না মানার অভ্যাস।

 

তিনি আরও বলেন, দেশে সেক্স এডুকেশন নিয়ে কথাটা বলাটা নিষিদ্ধ টপিকের মতো। যা হওয়া উচিত না। বাচ্চাদের ছোট থেকে যেটুকু সচেতন করা দরকার সে বিষয়ে আমরা ইউটিউব বা সামাজিক মাধ্যমের উপর নির্ভরশীল। দেশের বাস্তবতায় এটি নিয়ে ঠিকমত কাজ শুরু করতে পারিনি আমরা। নারীর স্বাস্থ্যকে উপেক্ষা করে নারী ক্ষমতায়ন সম্ভব না। নারী ক্ষমতায়ন কে উপেক্ষা করে সমতায়নও সম্ভব নয়।

]]>
সম্পূর্ণ পড়ুন