যানজট নিরসনের দায়িত্বরত শিক্ষার্থীদের ওপর অটোচালকদের হামলা

৩ সপ্তাহ আগে
ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে গাড়ি চালানোয় বাধা দেয়ায় নারায়ণগঞ্জে যানজট নিরসনের দায়িত্বেরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে।

হামলায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৮ জন শিক্ষার্থী। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁনমারি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।


আহত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁনমারি এলাকায় অনুমোদনহীন ব্যাটারিচালিত বেশ কিছু অবৈধ অটোরিকশা ট্রাফিক আইন অমান্য করে উলটো পথে চলতে শুরু করে। এসময় যানজট নিরসনের দায়িত্ব পালনরত শিক্ষার্থীরা বাধা দিলে অবৈধ অটোরিকশাগুলোর বেপরোয়া চালকরা রাস্তায় অবরোধ সৃষ্টি করে তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন অন্তত আটজন শিক্ষার্থী। পরে রক্তাক্ত জখম অবস্থায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল ও সদর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্রসহ ৩ যুবক গ্রেফতার

জুয়েল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চালকদের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কয়েকজন চালক শিক্ষার্থীদের ওপর হামলা ও মারপিট শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইজিবাইক চালকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করলে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী মোতায়েন হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।’


এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু সময় সংবাদকে বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের হামলায় যানজট নিরসনের দায়িত্বেরত অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা এ বিষয়ে আজকেই জেলা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসব। পরবর্তীতে আমরা এ বিষয়ে মিডিয়ার সাথে কথা বলব। আমরা যতো দ্রুত সম্ভব এর স্থায়ী সমাধান চাই।’


বিকেলে এ বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের নিয়ে জরুরি সভা করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।


তিনি বলেন, ‘ঘটনার বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী তদন্ত শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পেলে আমরা আইনি পদক্ষেপ নেব এবং ভাঙচুরের ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত নেব।’


জেলা প্রশাসক আরও বলেন, ‘ব্যাটারিচালিত ইজিবাইক নির্দিষ্ট স্থান ব্যতীত শহরের সব জায়গায় যেতে পারবে না এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাত্রী ও চালকসহ সবার অবগতির জন্য এ বিষয়ে নির্দেশনার সাইনবোর্ড দ্রুত সময়ের মধ্যে শহরের বিভিন্ন স্থানে টানিয়ে দেয়া হবে।’

আরও পড়ুন: ঢাকা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে শ্রমিকদের বিক্ষোভ

উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরের অসহনীয় যানজট নিরসনের লক্ষ্যে গত কয়েক মাস ধরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স, বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সংগঠনের প্রতিনিধিরা।
 

এরই ধারাবাহিকতায় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ও বিকেএমইএ’র যৌথ উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শতাধিক যানজট নিরসন কর্মী নিয়োগ দেয়া হয়। এ কাজে  নিয়োগপ্রাপ্তরা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত প্রায় এক মাস ধরে এই শিক্ষার্থীরা লেখাপড়ার ফাঁকে যানজট নিরসন কর্মী হিসেবে বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছেন। ফলে নগরীর যানজট অনেকটা কমে এসেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন