যাদের নির্বাচনের সুযোগ নেই, তারা হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে: ইশরাক

৫ দিন আগে
যাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই এবং জনগণ গৃণাভরে প্রত্যাখ্যান করেছে তারা অবৈধ অস্ত্র দিয়ে হত্যাকাণ্ডের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, ‘দেশে নির্বাচনের বিকল্প নেই। দেশের যত দুর্বলতা আছে নির্বাচনের মাধ্যমে তা কাটিয়ে উঠে নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে।’


আরও পড়ুন: ইসলামি মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি: ইশরাক


এ সময় শরীফ ওসমান হাদি ও স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।


অনুষ্ঠানে বক্তারা প্রয়াত বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতি চারণ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন