যাত্রী ফেলে চলে গেল ‘চট্টলা এক্সপ্রেস’, ৪ কর্মকর্তা বরখাস্ত

২ সপ্তাহ আগে
কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে যাত্রীদের ফেলে না থেমেই চলে গেছে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’। ঘটনার প্রাথমিক তদন্তে গাফিলতির প্রমাণ পাওয়ায় নাঙ্গলকোট স্টেশনের স্টেশন মাস্টার রূপন চন্দ্র শীল, ট্রেনচালক আবির হোসেন, সহকারী চালক ও ট্রেনের গার্ডকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) রেলওয়ে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ঊর্ধ্বতন উপসহকারী লোকো সাইফুল ইসলামকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।


আরও পড়ুন: কমলাপুরে চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারে আগুন


এর আগে স্টেশন মাস্টারের ভুল সিগনালের কারণে রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। এতে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা চরম ক্ষোভ ও ভোগান্তির শিকার হন। পরে ট্রেনটি হাসানপুর স্টেশনে থামালে ভুক্তভোগী যাত্রীদের সুবর্ণ এক্সপ্রেসে করে নাঙ্গলকোটে ফিরিয়ে আনা হয়।


স্টেশন মাস্টার রূপন চন্দ্র শীল বলেন, ‘ভুলবশত চট্টলার পরিবর্তে সুবর্ণ এক্সপ্রেসের সিগনাল দেয়া হয়েছিল।


আরও পড়ুন: চট্টগ্রামে রেললাইনে মৃত্যুর মিছিল, দেড় বছরে নিহত ২৪৪


তবে লাকসাম কেবিন মাস্টার শিমুল মজুমদার জানান, কাগজপত্র ঠিকমতোই দেয়া হয়েছিল, চালক ও গার্ডেরও দায়িত্ব ছিল স্টপেজ ঠিকমতো নিশ্চিত করা।


রেলওয়ে চট্টগ্রাম বিভাগ জানিয়েছে, পূর্ণাঙ্গ তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন