বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী ডাচবাংলা রোডে এই দুর্ঘটনা ঘটে। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত আব্দুল মজিদের বন্ধু আলমগীর হোসেন জানান, তাদের বাড়ি যশোরের চৌগাছা থানার জামালতা গ্রামে। মজিদ সিংহজুরি ইউনিয়নের বিএনপির সভাপতি। এলাকায় ব্যবসা রয়েছে তার।
আরও পড়ুন: নিরীহ আওয়ামী লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা
তিনি আরও জানান, তারা চারজন দুই মোটরসাইকেলে করে যশোর থেকে গিয়েছিলেন কক্সবাজার রাঙ্গামাটি এলাকায়। সেখান থেকে যশোর ফেরার উদ্দেশ্যে ঢাকায় আসছিলেন। মজিদ আলমগীরের মোটরসাইকেলের পিছনে ছিলেন। যাত্রাবাড়ী ডাচবাংলা রোডে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানায় অবহিত করা হয়েছে।
]]>
৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·