যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

১ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৪টি বিদেশি অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়েছে, মীরহাজিরবাগ এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। ওই এলাকার মাদক, চাঁদাবাজি, ছিনতাই, খুনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে চক্রটি লিপ্ত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (২৯ জুন) রাতে যাত্রাবাড়ী সেনা ক্যাম্প থেকে ক্যাপ্টেন মইনের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল ওই বাসায় অভিযান পরিচালনা করে এবং তিনটি বিদেশি পিস্তল, একটি আমেরিকান রিভলবার, ১১ রাউন্ড পিস্তলের গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। এ সময়ে তারা আনিস ও হোসেন নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

আরও পড়ুন: পিস্তল-কুড়াল দিয়ে আধিপত্য বিস্তার করতেন কুটি মিয়া, এবার গ্রেফতার

 

এদিকে যৌথ বাহিনীর এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ। বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

]]>
সম্পূর্ণ পড়ুন