কিছুক্ষণ পর বাসটি আরেক স্টপেজে থামল। কিছু যাত্রী উঠল, কিন্তু ফাঁকা সিট নেই। তাই কন্ডাক্টর মেয়েটিকে উঠে দাঁড়াতে বলল এবং এক নারী যাত্রীকে সেখানে বসিয়ে দিল। মেয়েটির বাবা তখন সিট থেকে উঠে মেয়েকে বললেন, ‘এখানে এসে বসো।’
মেয়েটি বাবার প্রতি মমতায় ভরা কণ্ঠে বলল, ‘তুমি আমার ব্যাগটা রাখো, আমি দাঁড়িয়ে যাব।’