যাকে খুশি তাকেই ভোট দেবেন, তবে মনে রাখবেন দেশ কাদের হাতে নিরাপদ: ডা. জাহিদ

২ দিন আগে
১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দিকে মানুষ তাকিয়ে আছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি ও দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যাকে খুশি তাকেই ভোট দেবেন। তবে মনে রাখবেন দেশ কাদের হাতে নিরাপদ।

সোমবার (১২ জানুয়ারি) হিলির স্থলবন্দর এলাকায় হাকিমপুর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


ডা. জাহিদ হোসেন বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন— বিদেশে আমার কোনো ঠিকানা নেই, আমার ঠিকানা আপনারা। শত কষ্ট ও নির্যাতনের মাঝেও তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি, যা তার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত।’


আরও পড়ুন: দেশনেত্রীর অসমাপ্ত কাজ ও গণতন্ত্র পুনরুদ্ধারে শপথ নিতে হবে: ডা. জাহিদ


তিনি আরও বলেন, ‘একসময় কেউ কেউ কটূক্তি করে বলত, মরে না কেন? কিন্তু প্রশ্ন হচ্ছে—তিনি কীভাবে দেশ ছেড়ে পালিয়ে গেলেন? আল্লাহ যাকে সম্মানিত করেন, মানুষ কখনো তাকে অসম্মানিত করতে পারে না। তার প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’


অনুষ্ঠানে শ্রমিক দলের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন