যাওয়া হলো না বাবার বাড়ি, ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

২ সপ্তাহ আগে
নড়াইলের কালিয়ায় ব্যাটারিচালিত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শিরিন আক্তার শারমিন (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলার নড়াগাতী থানার ঘোষিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিরিন আক্তার শারমিন উপজেলার ইসলামপুর গ্রামের পান্নু শেখের স্ত্রী। তার দুটি সন্তান রয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পান্নু ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সেই সুবাদে পান্নু ও শারমিন দম্পতি তাদের দুই কন্যা সন্তান নিয়ে ঢাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। গ্রামের বাড়িতে বেড়ানোর উদ্দেশে পুরো পরিবার ইসলামপুর যান।

 

আরও পড়ুন: যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৩

 

বুধবার বিকেলে গৃহবধূ শারমিন তার দুই সন্তানকে সাথে নিয়ে বাবার বাড়ি যশোরে যাওয়ার উদ্দেশে শ্বশুর বাড়ি থেকে রওনা হন। তাদের বহনকারী ব্যাটারি চালিত ভ্যানটি ইসলামপুর- মহাজন আঞ্চলিক সড়কের ঘোষিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে গৃহবধূর পরনে থাকা ওড়না ভ্যানটির চাকায় পেচিয়ে তার গলায় সাজোরে টান মারে, এতে শারমিনের শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

 

আরও পড়ুন: পঞ্চগড়ে পরকীয়ায় বাধা দেয়ায় গৃহবধূকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

 

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রজু হয়েছে।  আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন