মেহেদী মাসুদ চৌধুরী ফুলসারা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। বিএনপির দলীয় অফিস ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ৪ আগষ্ট যশোর জেলা বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল গফুর গত ৮ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় মামলা করেন। ওই মামলায় ৬৩ জনের নামের পাশাপাশি অজ্ঞাত আরও ১০০/১৫০ জনের কথা উল্লেখ করা হয়।
আরও পড়ুন: নিক্সন চৌধুরীর সহচর যুবলীগ নেতা মামুন গ্রেফতার
যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মঞ্জুরুল হক ভূইঁয়া বলেন, মাসুদ চৌধুরী যশোর জেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নি সংযোগ ঘটনার আসামী। এছাড়া মাসুদ চৌধুরীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চৌগাছায় অস্ত্রের মহড়া ও আন্দোলন দমনের অভিযোগ রয়েছে।