যশোরে ২০ হাজার ইয়াবাসহ আটক ২

৩ সপ্তাহ আগে
যশোরে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার( বিকেলে সদর উপজেলার হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পদমদী উত্তরপাড়া মৃত দরবেশ শেখের ছেলে কামাল হোসেন ও হরিণাকুন্ডু উপজেলার কালিশংকরপুর গ্রামের ছবদুল হকের ছেলে ইকলাস হোসেন।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মো. আসলাম হোসেন জানান, গোপন‌ সংবাদের ভিত্তিতে তারা হামিদপুর প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালান। এসময় বিদ্যালয়ের পাশে যশোর-নড়াইল মহাসড়ক থেকে কামাল হোসেন ও তার ভাগিনা ইকলাস হোসেনকে আটক করা হয়। 

আরও পড়ুন: ৪৭ হাজার পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক কারবারি আটক

এসময় তাদের হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ৬০ লাখ টাকা। এ ঘটনায় উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন