আটককৃতরা হলো ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পদমদী উত্তরপাড়া মৃত দরবেশ শেখের ছেলে কামাল হোসেন ও হরিণাকুন্ডু উপজেলার কালিশংকরপুর গ্রামের ছবদুল হকের ছেলে ইকলাস হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মো. আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা হামিদপুর প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালান। এসময় বিদ্যালয়ের পাশে যশোর-নড়াইল মহাসড়ক থেকে কামাল হোসেন ও তার ভাগিনা ইকলাস হোসেনকে আটক করা হয়।
আরও পড়ুন: ৪৭ হাজার পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক কারবারি আটক
এসময় তাদের হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ৬০ লাখ টাকা। এ ঘটনায় উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।