রোববার (২২ ডিসেম্বর) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল ও গোলাম কিবরিয়ার আদালতে তারা আত্মসমর্পণ করেন।
যশোরের কোর্ট ইন্সপেক্টর মোছাম্মৎ রোকসানা খাতুন জানান, রোববার দুপুর সাড়ে ১১টায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালালের আদালতে অভয়নগর থানার ২টি মামলায় ১০৫জন ও কেশবপুর থানার একটি মামলায় ৪২জন আওয়ামী লীগ নেতাকর্মী আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক কেশবপুর থানার মামলায় আত্মসমর্পণকারী ৪২ জনকে জামিন দেন। এছাড়া অভয়নগর থানার মামলার ১০৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: সিলেট আদালতে আওয়ামী লীগ নেতা নুরুকে লাথি-কিল-ঘুষি
কোর্ট ইন্সপেক্টর আরো জানান, এছাড়া কোতয়ালি মডেল থানার একটি মামলায় ২০ জন আওয়ামী লীগ নেতাকর্মী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক শুনানি শেষে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
]]>