যশোরে ১১টি স্বর্ণের বারসহ তিন চোরা কারবারীকে আটক

২ সপ্তাহ আগে
যশোরে ১১টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। রোববার (১৩ জুলাই) ভোরে বাঘারপাড়া উপজেলার ধলগা রাস্তা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১ কেজি ৩১৫ গ্রাম ওজনের ওই স্বর্ণের চালানটি আটক করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাক্ষ্মণবাড়ীয়ার আশুগঞ্জ উপজেলার চরচারকলা গ্রামের জিলু মিয়ার ছেলে আতা এলাহী জীবন, গাজীপুরের কাশিমপুর উপজেলার পূর্ব বাগবাড়ি গ্রামের আহম্মদ আলীর ছেলে  আবুল কালাম আজাদ ও বগুড়ার শেরপুর সুচিত্র লাল মন্ডলের ছেলে রামপ্রসাদ মন্ডল।


যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়ার ধলগা রাস্তা মোড় এলাকা থেকে সন্ধেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে তারা তাদের কাছে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করে। এরপর তাদের প্যান্টের পকেট ও মানিব্যাগে লুকিয়ে রাখা ১১টি বার জব্দ করা হয়। স্বর্ণগুলো তারা ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে নিয়ে একজন যশোর-নাভারণ হয়ে সাতক্ষীরা ও অপর ২জন যশোর- চৌগাছা সীমান্তে দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলো। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯২ লক্ষ ২৭ হাজার ৯৩০ টাকা। 

আরও পড়ুন: সাতক্ষীরায় ৬ পিস স্বর্ণের বারসহ নারী আটক

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বাঘারপাড়া থানায় সোপর্দ করা হয়েছে। একইসাথে উদ্ধারকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন