গ্লোবাল রিলিফ ট্রাস্ট- জিআরটির উদ্যোগে রোববার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় যশোর সদর উপজেলার আশরাফুল মাদারিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, ‘এটি মহতি উদ্যোগ। এ কাজের মাধ্যমে আল্লাহর হুকুম পালনের পাশাপাশি সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এ ধরনের কাজ অব্যাহত থাকলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের দুঃখ লাঘব করা সম্ভব হবে। আমাদের আচরণের মাধ্যমে কাজের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে হবে। সরকারের পক্ষে সব মানুষের কাছে পৌঁছানো অসম্ভব। আপনারা সহায়তা করলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে আমরাও দাঁড়াবো।’
আরও পড়ুন: ২৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিলো এহইয়াহউস সুন্নাহ ফাউন্ডেশন
অনুষ্ঠানে আশরাফুল মাদারিসের মহাপরিচালক মাওলানা নাসিরুল্লাহ, জিআরটি'র লন্ডন প্রোগ্রামের প্রধান ইকবাল আহমেদ জব্বার, ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি প্রধান নির্বাহী মো. আশরাফুল ইসলাম, জিআরটি'র দায়িত্বশীল মাসুদুর রহমান ও মরিয়ম মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।