জর্ডানপ্রবাসী ফিরোজা শুক্রবার (৪ জুলাই) যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামি সাইদুর রহমান কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি বর্তমানে সৌদি আরবে প্রবাসী।
মামলার বিবরণে জানা গেছে, যশোরের বাঘারপাড়া উপজেলার পাকেরআলী গ্রামের বাসিন্দা ফিরোজা প্রায় আড়াই বছর আগে টিকটকের মাধ্যমে সাইদুর রহমানের সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে ফেসবুক মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগ শুরু হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
আরও পড়ুন: প্রবাসীর স্ত্রীকে পর্নোগ্রাফির ফাঁদে ফেলে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ, মূলহোতা গ্রেফতার
ফিরোজার অভিযোগ, ২০২২ সালের ১ অক্টোবর জর্ডানে অবস্থানকালে ভিডিও কলে সাইদুর তাকে অনৈতিকভাবে শরীরের বিভিন্ন অংশ দেখাতে বলেন। ফিরোজা তাতে অস্বীকৃতি জানালেও সাইদুর বিয়ের আশ্বাস দিয়ে কথোপকথন চালিয়ে যান এবং গোপনে তার নগ্ন দৃশ্য ভিডিও করে রাখেন।
পরে তিনি ফিরোজার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন, না দিলে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন। ভয়ে ফিরোজা প্রথম দফায় জর্ডান থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পাঠান। এরপর সাইদুর পুনরায় একই পরিমাণ টাকা দাবি করেন এবং টাকা না পেয়ে তার কর্মস্থলের সহকর্মীদের কাছে নগ্ন ভিডিও পাঠিয়ে দেন।
এতে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ায় ফিরোজা ১৬ জুন দেশে ফেরেন এবং ১৮ জুন যশোর শহরের পৌরপার্কে সাইদুরের সঙ্গে দেখা করে তাকে এক লাখ আশি হাজার টাকা দেন। সেই সময় তিনি ভিডিও ও ছবি ডিলিট করার অনুরোধ করেন। কিন্তু এরপরও সাইদুর পুনরায় আড়াই লাখ টাকা দাবি করে এবং ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দেন।
]]>