যশোরে সিআইডি সদস্যদের ওপর হামলা মামলার আসামি আটক

১ সপ্তাহে আগে
যশোরে সিআইডি সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সময় টিভিতে প্রচারিত ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে শুক্রবার তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রধান অভিযুক্ত তুষার সরদারসহ জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


গ্রেফতারকৃতরা হলো, যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের সালাম হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন ও খুলনার ডুমুরিয়া উপজেলার হাসানপুর গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে শাওন।


মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান জানান, গত বুধবার বিকেলে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হন সিআইডির চার সদস্য। তারা পরিচয়পত্র দেখালেও মাদক ব্যবসায়ীরা মব সৃষ্টি করে তাদের মারপিট করে। ওই ঘটনার ভিডিও ফুটেজ সময় টিভিতে প্রচার হয়। প্রতারিত ফুটেজের মাধ্যমে হামলায় জড়িত শাওন ও ইব্রাহিমকে শনাক্ত করা হয়। 

আরও পড়ুন: আদালত ইনসাফের জায়গা, সেখানে সাংবাদিকের ওপর হামলা নিন্দাজনক: উপদেষ্টা আসিফ

এরপর শুক্রবার সকাল ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। প্রধান অভিযুক্ত তুষার সরদারসহ জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন