দিবসটির শুরুতে জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলামের নেতৃত্বে যশোর জেলা প্রশাসন, পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে জেলা পুলিশ বিভাগ বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ এইচ এম মুযহারুল ইসলাম মন্টুর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খানের নেতৃত্বে সমন্বয়করা, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আছাদুজ্জামান, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান পুষ্পস্তবক অর্পণ করেন।
আরও পড়ুন: ৩ ঘণ্টা পর স্বাভাবিক হলো পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল
প্রথম পর্যায়ের শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে মুক্তিযুদ্ধে শহীদদের রাষ্ট্রীয়ভাবে সালাম প্রদর্শন করেন পুলিশ সদস্যরা।
এরপর একে একে বিজয়স্তম্ভে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা, র্যাব, আনসার, ফায়ার সার্ভিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, যশোর কেন্দ্রীয় কারাগারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-শিক্ষক, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া দিবসটি উপলক্ষে রোববার (১৫ ডিসেম্বর) জেলার গুরুত্বপূর্ণ সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবনসমূহ আলোকসজ্জা করা হয়েছে। সব ভবনে সোমবার জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। হাসপাতাল, জেলাখানা, এতিমখানা, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন এবং মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।