যশোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ নিহত ২

৩ সপ্তাহ আগে
যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র ও এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক স্কুল ছাত্র আহত হয়েছে৷

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চালকিডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন: মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা এলাকার আহাদ আলীর ছেলে আসাবুল হোসেন (১৫) ও যশোর সদরের শেখহাটি এলাকার বাসিন্দা হাফিজুর রহমান (৫২)।


ডুমুরিয়া হাইওয়ে থানা পুলিশের এসআই শিমুল মণ্ডল জানান, দেলুয়াবাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র আসাবুল ও তার সহপাঠী ইমন মোটরসাইকেলে যশোরের দিকে যাচ্ছিল। চালকিডাঙ্গা বাজারের অদূরে বিপরীত দিক থেকে আসা হাফিজুর রহমানের মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালক আসাবুল ও হাফিজুর ঘটনাস্থলেই নিহত হন৷ আহত হন ইমন। 


স্থানীয়রা আহত ইমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এছাড়া হাইওয়ে পুলিশের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। 


আরও পড়ুন: পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

 

]]>
সম্পূর্ণ পড়ুন