শনিবার দুপুর আড়াইটার দিকে জিহাদ নদীর পানিতে তলিয়ে যায়। মৃত জিহাদ যশোর সদর উপজেলার নুরপুর গ্রামের উজির আলীর ছেলে।
স্থানীয়রা জানান, জিহাদ তার বন্ধুদের সঙ্গে শনিবার দুপুর আড়াই টার দিকে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যায়। এরপর তারা ব্রিজ থেকে নদে লাফ দেয়। কিন্তু জিহাদ ভেসে না উঠলে তার সঙ্গে থাকা বন্ধুরা ডাক চিৎকার দেয়। স্থানীয় লোকজন নদীতে বহু খোঁজাখুজির পরও জিহাদের কোনো সন্ধান পায়নি।
পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে সন্ধ্যা ৬টার দিকে ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা ৭টা পর্যন্ত চেষ্টা চালিয়েও জিহাদকে উদ্ধার করতে পারেনি তারা। পরে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
আরও পড়ুন: যশোরে বন্ধুদের সঙ্গে ভৈরবে গোসলে নেমে শিশু নিখোঁজ
রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ফের উদ্ধার অভিযান শুরু করে। এরপর দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় শোকবহ পরিবেশের সৃষ্টি হয়।
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, ‘গতকাল স্থগিত হওয়া উদ্ধার অভিযান আজ সকাল থেকে ফের শুরু করা হয়। আমাদের ডুবুরি দল অব্যাহত চেষ্টায় শিশু জিহাদের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’