বুধবার (৭ মে) বিকেলে অভিযানে চালিয়ে হামলায় জড়িত ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
আটকরা হলেন, উপজেলার মাকাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মেহের আলী (৫৫), তরিকুল ইসলামের ছেলে নূর নবী (২৮), মধু হোসেনের ছেলে আবু তালেব (২৮), মৃত আব্দুল কাদেরের ছেলে মহিদুল ইসলাম (৫০), ইরাদ আলীর ছেলে ঈসরাফিল (২৭), আব্দুল আলী (৫১) ও তার ছেলে লাল্টু (২৬)।
আরও পড়ুন: আসামি ধরতে গিয়ে পুলিশের ৭ সদস্য হামলার শিকার, একজন হাসপাতালে
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় মাকাপুর গ্রামে নিয়মিত মামলার আসামি ধরতে যায় পুলিশ সদস্যরা। তারা সিয়াম নামে একজনকে আটক করলে কতিপয় দুষ্কৃতিকারী পুলিশের ওপর হামলা করে। খবর পেয়ে তিনিসহ অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে যান। আসামি নিয়ে ফেরার পথে আবারো হামলা চালানো হয়। এতে তিনিসহ ৭ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় রাত ১২টার দিকে সরকারি কাজে বাধা, আসামি ছিনতাই ও হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়।
মামলায় মাকাপুর গ্রামের সিয়ামসহ ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০৫ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৪
তিনি আরো জানান, বুধবার বিকেলে মাকাপুরসহ আশপাশের এলাকায় অভিযান চালায় পুলিশ, ডিবি ও র্যাব সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। অভিযানকালে হামলায় জড়িত ৭জনকে আটক করা হয়। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।