রোববার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে যশোর শহরের দড়াটানা এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে দুপুরে তিনি আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর আইনজীবী হিসেবে আদালতে জামিন শুনানিতে অংশ নিয়েছিলেন। আত্মসমর্পণকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা বিস্ফোরক মামলার আসামি ছিল।
যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কবির হোসেন জনিকে আজ রাতে শহরের দড়াটানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
আরও পড়ুন: শিক্ষার্থী হত্যা: থানায় সালিসে গিয়ে গ্রেফতার হলেন আইনজীবী
ডিবি পুলিশের ওসি দেবব্রত হরি জানান, আইনজীবী কবির হোসেন জনির বিরুদ্ধে আরও অনেক মামলা রয়েছে। সেসব মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হতে পারে।