শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে যশোরের উপশহর ক্রীড়া উদ্যানে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাবিথ বলেন, ‘বর্তমানে ক্রীড়া বিশ্বে নারীরা নেতৃত্ব দিচ্ছে। তাই তাদেরকে পিছিয়ে রাখা যাবে না। সকলকে নিয়েই দেশের ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নিতে হবে।’
খেলা দিয়েই সমাজে সমতা ও বন্ধুত্বপূর্ণ অবস্থান ফিরিয়ে আনা সম্ভব মন্তব্য করে তাবিথ আরও বলেন, ‘যেকোনো খেলা শুধু একটি টুর্নামেন্টে সীমাবদ্ধ নয়, এটা রাষ্ট্র সংস্কারে একটা হাতিয়ার। যত বেশি ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে তত শারীরিক ও মানসিকভাবে একজন ভালো মানুষ তৈরি হব। আর এ খেলা দিয়েই সমাজে সমতা ও বন্ধুত্বপূর্ণ অবস্থান ফিরিয়ে আনা সম্ভব হবে।’
এদিকে ১৫ দলীয় এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় উপশহর একাদশ এবং ফতেপুর একাদশ। ৯০ মিনিটের খেলাটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দুই দলের আক্রমণভাগের কয়েক দফা প্রচেষ্টা গোলরক্ষকের দক্ষতায় ব্যর্থ হয়, ফলে বিরতির আগে স্কোরলাইন ছিল গোলশূন্য (০-০)। উভয় দলে তিনজন করে ছয়জন নাইজেরিয়ান খেলোয়াড়ের অংশগ্রহণ মাঠে উপস্থিত বিপুল সংখ্যক দর্শককে দারুণভাবে উচ্ছ্বসিত করে।
আরও পড়ুন: ফিফার পোস্টে উড়ন্ত হামজার ছবি
দ্বিতীয়ার্ধে খেলার মোড় ঘুরিয়ে দেন ফতেপুর একাদশের আক্রমণাত্মক মিডফিল্ডার ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাব্বি। তিনি একাই পরপর দুটি দুর্দান্ত গোল করে ফতেপুর একাদশের জয় নিশ্চিত করেন। এই জোড়া গোলের সুবাদে ফতেপুর একাদশ ২-০ গোলে উপশহর একাদশকে পরাজিত করে টুর্নামেন্টের শুভ সূচনা করে। খেলা শেষে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনকারী রাব্বিকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়।
খেলা দেখতে মাঠে উপস্থিত হয় বিপুল সংখ্যক দর্শক। দীর্ঘদিন পর উন্মুক্ত মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দেখে সন্তোষ প্রকাশ করেন তারা।
রাজেক জাহাঙ্গীর নামে এক দর্শক বলেন, ‘অনেক দিন পর মাঠে ফুটবল খেলা দেখলাম। প্রচুর দর্শক। নারী শিশুরাও এসেছে। মনে হলো নব্বইয়ের দশকে ফিরে এসেছি। বিদেশি খেলোয়াড়দের নৈপুণ্য ও দুটি চমৎকার গোল দেখে মনটা ভরে গেছে।’
আরও পড়ুন: যোগ করা সময়ে গোল হজম করে জয় বঞ্চিত বাংলাদেশ
সাথী সুলতানা নামে এক দর্শক বলেন, ‘আমি জীবনে কখনো মাঠে ফুটবল খেলা দেখিনি। হাজার হাজার দর্শকের সাথে খেলা দেখে ভালো লেগেছে। ফতেপুর একাদশ দুর্দান্ত দুটি গোল করে বিজয় নিশ্চিত করেছে। তাদের আনন্দ দেখে আমিও আনন্দিত হয়েছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহিদী, বিএনপি'র ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ক্রীড়া সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ২৯ নভেম্বর যশোর শামসুল হুদা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

২ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·