যশোরে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

৩ দিন আগে
যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় সাধন কুমার মজুমদার (৫৭) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া গ্রামে বাদল মণ্ডলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সাধন কুমার মজুমদার বালিয়া গৌরসুটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি গরীবপুর গ্রামের মৃত ওপেন্দ্রনাথ মজুমদারের ছেলে।

 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘স্কুল ছুটি শেষে শিক্ষক সাধন কুমার ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পলুয়া এলাকায় পৌঁছালে সরকারি চালবোঝাই একটি ট্রাক (যশোর-ট-১১-১৪২২) ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

 

আরও পড়ুন: ৫০ কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত করলো যশোর শিক্ষা বোর্ড

 

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে এসআই মহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন