সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে মধ্যকুল মান্দারতলা এলাকায় যশোর-কেশবপুর মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গাবরিল বিশ্বাস ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত কাশেম বিশ্বাসের ছেলে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গাবরিল বিশ্বাস সোমবার সকালে তার স্ত্রী সম্পা বিশ্বাসকে নিয়ে কেশবপুরের মধ্যকুল মান্দারতলায় ইয়াকুব ডাক্তারের চেম্বারে আসেন। সেখানে স্ত্রীকে রেখে রাস্তার পাশে যান, সেখানে যশোরগামী কয়লাবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ইয়াকুব ডাক্তারের ঘেরে পানিতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত গাবরিল বিশ্বাসকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত
তিনি আরও জানান, ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

২ সপ্তাহ আগে
১২







Bengali (BD) ·
English (US) ·