যশোরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি ছাত্রদলের শ্রদ্ধা

১৬ ঘন্টা আগে
যশোরে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্র-জনতার দীর্ঘ লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার (৩০ জুন) রাতে শহরের মনিহার চত্ত্বরে অবস্থিত বিজয় স্তম্ভে এই কর্মসূচির আয়োজন করে যশোর জেলা ছাত্রদল।

 

বৃষ্টি উপেক্ষা করে জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাকর্মীরা এতে অংশ নেন। কর্মসূচির শুরুতে স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। পালন করা হয় এক মিনিট নীরবতা।

 

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, ‘স্বৈরাচার হাসিনার হাত থেকে মুক্তি পেতে এ দেশের যেসব বীর সন্তান ভূমিকা রেখেছেন, তাদের অগ্রভাগে ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। দীর্ঘ ১৬ বছরে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী গুম-খুন-নির্যাতনের শিকার হন।

 

আরও পড়ুন: কুষ্টিয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে জাসদ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

 

বক্তারা আরও বলেন, ‘যারা জীবন দিয়ে মুক্তি এনে দিয়েছেন, তাদের উত্তরসূরি হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেক কর্মী বাংলাদেশকে বুকে ধারণ করবে এবং সামনের দিনে এগিয়ে যাবে। বাংলাদেশে যতবারই স্বৈরাচার আসবে, ততবারই ছাত্রসমাজ জ্বলে উঠবে।’

 

কর্মসূচি শেষে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুর হক সাবু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, মুনীর আহমেদ সিদ্দীকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজেদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন