বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. গোলাম কবির এ রায় দেন। দণ্ডিত শামীম হাসান অভয়নগর উপজেলার বাসুয়াড়ি পূর্বপাড়ার শহিদুল ইসলামের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি আব্দুল লতিফ লতা জানান, শামীমের চাচাতো বোন ২০২০ সালে জেএসসি পাম করে। ওই কিশোরী মাঝে মধ্যে শামীমের মোবাইল থেকে ভিডিও গান আদান-প্রদান করতো। ওই বছর ১৮ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে শামীম ফোন করে ভিডিও গান নেয়ার জন্য মেয়েটিকে তার বাড়িতে ডেকে নেয়। তার ঘরে ঢুকলে সঙ্গে সঙ্গে শামীম ঘরের দরজা ভেতর থেকে আটকে দেয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক একই পরিবারের ৩ সদস্য গ্রেফতার
এরপর মুখে চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ঘটনার বিষয় কাউকে কোনো কিছু না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। মেয়েটি বাড়ি ফিরে তার বোন ও বাবাকে জানায়। এরপর ওই দিনই অভয়নগর থানায় শামীম হাসানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
তিনি আরও জানান, ২০২১ সালের ৩০ নভেম্বর এ মামলায় শামীম হাসানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি শামীম হাসানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন বিচারক। রায় ঘোষণা শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।