যশোরে করোনায় আরেক রোগীর মৃত্যু

৩ সপ্তাহ আগে
যশোরে ইউসুফ আলী (৪২) নামে আরও এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে মারা যান তিনি।

মৃত ইউসুফ আলী যশোরের মণিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।


হাসপাতালের আরএমও ডা. বজলুর রশিদ টুলু বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, ইউসুফ আলী ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত রোগী হিসেবে গত ১৩ জুন হাসপাতালে ভর্তি হন‌। করোনায় আক্রান্ত সন্দেহের পরদিন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর করোনা পরীক্ষার জন্য তার নমুনা পাঠানো হয়। বুধবার রাত ১০টার দিকে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর রাত ১টার দিকে তিনি মারা যান।


আরও পড়ুন: যশোরে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু


আরএমও ডা. টুলু আরও জানান, এর আগে মঙ্গলবার (১৭ জুন) সকালে আইসিইউতে চিকিৎসাধীন থেকে শেখ আমির নামে আরেকজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।


এ ছাড়া আইসিইউতে আরও দুজন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন