আমরা উন্নয়নের নামে দিনরাত নতুন ভবন তুলছি, রাস্তা চওড়া করছি; কিন্তু ভুলে যাচ্ছি, এই উন্নয়ন যদি প্রকৃতির শ্বাস বন্ধ করে দেয়, তাহলে সেটি আর উন্নয়ন নয়, ধ্বংসের আরেক নাম। পান্থকুঞ্জ পার্ক তারই এক স্পষ্ট উদাহরণ। একসময় এই পার্ক ছিল সবুজে ঢাকা, শহরের মানুষ একটু শান্তি পেত সেখানে গিয়ে। কিন্তু উন্নয়নের নামে সেই গাছের সারি কেটে কংক্রিট বসানো হয়েছে। বাতাসে নেই সেই পুরোনো সতেজ গন্ধ। এটা শুধু একটি পার্কের ক্ষতি নয়, বরং শহরের ফুসফুসে একরাশ ধুলা ঢুকিয়ে দেওয়ার মতো কাজ।