শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুমিন ফারহানা।
তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রতি এত অবহেলা কেন? কথায় কথায় ব্রাহ্মণবাড়িয়ায় জোটের প্রার্থী আসে কেন? ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন হয় না কেন? আমরা কি ভোট দিতে কার্পণ্য করি। আমরা কি ভোটের বাক্স ভরে দেই না। তাহলে কেন ব্রাহ্মণবাড়িয়া প্রতি এই অবহেলা? এ সবের জবাব দেবে আমার এলাকার জনগণ।’
আরও পড়ুন: উপদেষ্টারা বিদেশি নাগরিক, গণ্ডগোল লাগলে চলে যেতে পারবেন: রুমিন ফারহানা
রুমির জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা প্রার্থী দেখে ভোট দেবেন। আপনারা দেশের মালিক। জনগণ দেশের মালিক। নিজের মালিকানা অন্যের কোথায় আরেকজনের হাতে, ভুল মানুষের হাতে তুলে দেবেন না। আমার আগামী রাজনীতি নির্ধারিত হবে, আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী।’
রুমিন বলেন, ‘অনেকেই বলবে উনাকে (রুমিনকে) এইডা দেয়া হবে, সেটা হবে। আমি বলি আমার এলাকার মানুষের ভোট ছাড়া, আমি কারো কিছু আর চাই না।’
আরও পড়ুন: এই সময়ের সাংবাদিকের সঙ্গে মির্জা ফখরুলের ছবি নিয়ে কী বলছেন রুমিন ফারহানা?
তিনি বলেন, ‘আপনাদের মাটির সন্তান আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ।’
তারুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন সাইমোল্লা সভাপতিত্বে সংবর্ধনা ও পরিচিতি সভার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসহাক মিয়া।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন: ব্রাহ্মণবাড়িয় ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইয়াহিয়া মাসউদ। সভাকে কেন্দ্র করে বিকেল থেকেই তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন।

২ সপ্তাহ আগে
৫






Bengali (BD) ·
English (US) ·