১০০ টেস্ট খেলার কীর্তি গড়া মুশফিকুর রহিম সিক্ত অভিনন্দনের ঢলে। ঐতিহাসিক এই অর্জনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থ সাকিব আল হাসান। এই কীর্তি সতীর্থ খেলোয়াড় হিসেবে মাঠ থেকে দেখতে না পারায় আক্ষেপও প্রকাশ করেছেন এই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।
মুশফিকের সঙ্গে টেস্ট ম্যাচের একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে সাকিব লিখেছেন, ‘লর্ডসে আপনার খেলা প্রথম টেস্টের কথা মনে আছে। বিকেএসপির রিক্রিয়েশন রুমে বসে আমি প্রতিটি বল দেখেছিলাম। সেই দিন থেকেই আপনি আমাকে এবং বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রাণিত করে আসছেন। আপনি বহুদিন ধরে ক্রিকেট খেলছেন এবং আপনার খেলায় সেরাটা দিয়ে আসছেন। বয়সভিত্তিক দলে যখন আপনি নেতৃত্ব দিতেন, তখন থেকেই আপনাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি—এখনও দেখি, আর যতদিন ক্রিকেট খেলব, আপনিই আমার অধিনায়ক থাকবেন।’
আরও পড়ুন: মুশফিকের শততম টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম টেস্টের মতো মুশফিকের শততম টেস্টের প্রতিটি বলও দেখবেন বলে জানিয়েছেন সাকিব। সেই সঙ্গে জানিয়েছেন নিজের অপূর্ণ ইচ্ছার কথা, ‘মুশফিক ভাই, এই শুভক্ষণে আপনার ১০০তম টেস্ট ম্যাচের জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা—যা কোনো ক্রিকেটারের জন্যই এক ঐতিহাসিক অর্জন। যেমন আপনার প্রথম ম্যাচের প্রতিটি বল আমি দেখেছিলাম, তেমনি আপনার ১০০তম টেস্ট ম্যাচেও আপনার খেলা প্রতিটি বল আমি দেখব। আশা করি আপনি ম্যাচটি উপভোগ করবেন। ইচ্ছে হচ্ছে আপনাকে পাশে নিয়ে মাঠেই যদি আপনার এই গৌরব উদযাপন করতে পারতাম।’
গত বছর ভারতের বিপক্ষে কানপুর টেস্টে সবশেষ বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়েছিলেন সাকিব। এরপর আর জাতীয় দলে তাকে বিবেচনা করা হয়নি। গত বছর পাঁচ আগস্টের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের সময় দেশের বাইরে ছিলেন সাকিব। এরপর থেকে স্বেচ্ছা নির্বাসনে আছেন তিনি।
]]>

১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·