যতক্ষণ আমি জিতছি, কেউ কিছু বলতে পারবে না: ইয়ামাল

২ সপ্তাহ আগে
মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার হয়ে অভিষেক হয়েছিল লামিন ইয়ামালের। ক্লাবটার দুর্দশাই এতো কম বয়সে তাকে সিনিয়র দলে সুযোগ এনে দিয়েছিল। তৎকালীন কোচ জাভি হার্নান্দেজ এ কারণে কিউল সমর্থকদের কাছে একটা ধন্যবাদ পেতেই পারেন। ভাগ্যিস ইয়ামালকে সুযোগ দিয়েছিলেন! ক্লাব ও জাতীয় দলের হয়ে একের পর এক অবিশ্বাস্য কাণ্ড ঘটাচ্ছেন। দুর্দিন কাটিয়ে বার্সা যে ট্রেবল শিরোপার দ্বারপ্রান্তে তার পেছনে বড় অবদান তো এই স্প্যানিশ তরুণেরই। লিওনেল মেসির উত্তরসূরি হিসেবেও জোরেশোরেই উচ্চারিত হচ্ছে ইয়ামালের নাম।

বুধবার (৩০ এপ্রিল) ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা। সদ্যই রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে'র শ্বাসরুদ্ধকর ফাইনাল জিতেছে কাতালান ক্লাবটি। সেই ধকল সামলে ফের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামতে হচ্ছে তাদের।


বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের জন্য এই ম্যাচটা একটু বেশিই স্পেশাল। এটি যে তার বার্সেলোনা ক্যারিয়ারের শততম ম্যাচ। মাত্র ১৭ বছর বয়সেই এই মাইলফলকের সামনে দাঁড়িয়ে তিনি।


এতো কম বয়সে এই মাইলফলক ছোঁয়ার অনুভূতি জানাতে গিয়ে ইয়ামাল বলেন, ‘আমার মনে হয়, খুব কম খেলোয়াড়ই এতো ম্যাচ খেলেছে যতটা এই বয়সে আমি বার্সেলোনার হয়ে খেলে ফেলেছি এবং আমি এটায় মনযোগ দিতে চাই। আমি সবসময় অনুপ্রাণিত থাকার মানসিকতা, আমার ধারাবাহিকতা, আর ১৭ বছর বয়সে আমি যে পর্যায়ে পৌঁছেছি—সেটাকে আমি খুবই মূল্য দিই, কারণ এটা সবাই করতে পারে না।’


আরও পড়ুন: ক্লাবের কিংবদন্তিকেই কোচের দায়িত্ব দিচ্ছে রিয়াল!


বয়স কম হলেও চাপের মুখে ভেঙে পড়েন না এই স্প্যানিশ। ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালের আগে কি কোনো চাপ অনুভব করছেন?


এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মধ্যে সেই ভয় নেই, তবে আমি ম্যাচের আগে নিজেকে অনুপ্রাণিত করব। অনেক আগেই মাতারোর সেই পার্কে (ইয়ামালের বাড়ি) আমি ভয়ডর ফেলে এসেছি। আমি এটাকে চাপ বলব না। দিন শেষে আমি আমার নিজের খেলাকে উপভোগ করতে চাই। আমি এটাকে (চাপ) ভালো জিনিস হিসেবে ধরতে চাই এবং আমার মনে হয় আমি মুহূর্তগুলো উপভোগ করি।’


 

Hard to argue with that. #FCBarcelona pic.twitter.com/9OnJOos7sI

— Football España (@footballespana_) April 29, 2025


‘ফুটবলে বয়স কোনো ব্যাপার না। যদি তুমি প্রস্তুত তো প্রস্তুত। এটা এমন একটা খেলা যেটা ব্যক্তির গুণগতমান এবং মানসিকতার ওপর নির্ভর করে। আমরা তরুণদের একটা খুব উঁচু পর্যায়ের দল। বয়স শুধুই একটা সংখ্যা।’–ইয়ামাল যোগ করেন।


আরও পড়ুন: ইতিহাসের দীর্ঘতম ফাইনালে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা


রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে’র ফাইনালের আগে ইয়ামাল সতীর্থ রোনাল্ড আরাউহোকে বলেছিলেন, ‘ম্যাচের আগে হোটেলে থাকতে যখন আলোচনা করছিলাম, তখন আমি রোনাল্ড আরাহোকে বলেছিলাম, যদি তারা (রিয়াল মাদ্রিদ) একটি গোল করে কোনো সমস্যা নেই। যদি দুই গোলও করে, তাতেও সমস্যা নেই। তারা আমাদেরকে এ বছর সামলাতে পারবে না। আমরা এটা করে দেখিয়েছি।’ তার এমন মন্তব্য নিয়ে বেশ তর্ক-বিতর্ক চলছে। অনেকেই ইয়ামালকে উন্নাসিক বলেও মন্তব্য করেছেন।


এ ব্যাপারে প্রশ্ন করলে ইয়ামাল বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমি জিতছি, আমাকে কেউ কিছুই বলতে পারবে না। তারা আমাকে কিছুই বলতে পারে না। যখন তারা আমাকে হারাবে...হ্যাঁ (তখন যা খুশি বলতে পারে)।’

]]>
সম্পূর্ণ পড়ুন