শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ঋত্বিক তার ফেসবুকে লেখেন,
ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হল ‘ময়ূর রঞ্জন’।
এ স্ট্যাটাসে ঋত্বিক সরাসরি ময়ূখের নাম না বললেও নেটিজেনরা বলছেন, সাংবাদিককে উদ্দেশ্য করেই এমন পোস্ট দিয়েছেন তিনি।
আরও পড়ুন: সৃজিতের ভাবনায় এখন স্বস্তিকা!
ঋত্বিকের এমন স্ট্যাটাসে মন্তব্যের ঘরে নেটিজেনদের একজন লেখেন, বছরের সেরা স্যাটায়ার পোস্ট এটি। আরেকজন লেখেন, ময়ূখকে পরোক্ষভাবে গাধা বলতে চেয়েছেন অভিনেতা।
আরও পড়ুন: শ্রাবন্তীকে ডিভোর্স দিলেন রোশান, কারণ অনামিকা!
ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। কখনো লাফিয়ে, কখনো দৌঁড়ে, চিৎকার চ্যাঁচামেচি করে সংবাদ উপস্থাপনা করে প্রায়ই অন্তর্জালে আলোচনায় থাকতে দেখা যায় তাকে।
]]>