ময়ূখকেই কি ‘গাধা’ বললেন ঋত্বিক?

৩ সপ্তাহ আগে
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর একটি ফেসবুক পোস্ট নিয়ে বেশ আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমগুলোতে। যা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবরও হয়েছে। তার পোস্ট ঘিরে এমন একজনকে নিয়ে আলোচনা হচ্ছে যার কথা তিনি পোস্টে উল্লেখই করেননি। আলোচিত সেই ব্যক্তিও পশ্চিমবঙ্গের, বিতর্কিত গণমাধ্যমকর্মী ময়ূখ রঞ্জন ঘোষ।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ঋত্বিক তার ফেসবুকে লেখেন,

ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হল ‘ময়ূর রঞ্জন’।

 

 

এ স্ট্যাটাসে ঋত্বিক সরাসরি ময়ূখের নাম না বললেও নেটিজেনরা বলছেন, সাংবাদিককে উদ্দেশ্য করেই এমন পোস্ট দিয়েছেন তিনি।

 

আরও পড়ুন: সৃজিতের ভাবনায় এখন স্বস্তিকা!

 

ঋত্বিকের এমন স্ট্যাটাসে মন্তব্যের ঘরে নেটিজেনদের একজন লেখেন, বছরের সেরা স্যাটায়ার পোস্ট এটি। আরেকজন লেখেন, ময়ূখকে পরোক্ষভাবে গাধা বলতে চেয়েছেন অভিনেতা।

 

আরও পড়ুন: শ্রাবন্তীকে ডিভোর্স দিলেন রোশান, কারণ অনামিকা!

 

ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। কখনো লাফিয়ে, কখনো দৌঁড়ে, চিৎকার চ্যাঁচামেচি করে সংবাদ উপস্থাপনা করে প্রায়ই অন্তর্জালে আলোচনায় থাকতে দেখা যায় তাকে।

]]>
সম্পূর্ণ পড়ুন