ময়লার স্তূপে পাওয়া গেল চট্টগ্রাম কোতোয়ালি থানার অস্ত্র

২ সপ্তাহ আগে
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় একটি ময়লার স্তূপ থেকে দুটি ৯ এমএম পিস্তল ও একটি রিভলভার উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ।

ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের পর পুলিশ বলছে, সেগুলোর মধ্যে দুইটি কোতোয়ালী থানা পুলিশের। যেগুলো গেল বছর সরকার পতনের দিন থানার অস্ত্রাগার থেকে লুট হয়েছিল। এছাড়া উদ্ধার করা আরেকটি রিভলবার নগরীর অন্য কোনো থানা থেকে লুট করা হয়েছিল বলে পুলিশের ধারণা।


নগর পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নগরীর বাকলিয়া থানার মেরিন ড্রাইভের উত্তর পাশে সিরাজ জমিদারের বাড়ি সংলগ্ন ময়লার স্তূপ থেকে সোমবার রাতে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলের তৈরি দুইটি ৯ এমএম পিস্তল, ইংল্যান্ডের তৈরি একটি রিভলবার ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করে।

আরও পড়ুন: সুন্দরবনের বনদস্যু বাহিনীর দুই সদস্য আটক, অস্ত্র-গুলি উদ্ধার

ডিবির উত্তর ও দক্ষিণ জোনের উপ-কমিশনার হাবিবুর রহমান প বলেন, পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পিস্তল দুটি গত ৫ আগস্ট কোতোয়ালি থানার অস্ত্রাগার থেকে লুণ্ঠিত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

]]>
সম্পূর্ণ পড়ুন