পরে রাত সাড়ে ৮ টায় ময়মনসিংহ জিলা স্কুল মাঠে নামাজে জানাজা শেষে তাকে নগরীর গোলকিবাড়ি গোরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুতে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শাহাদাত হোসেন খান হিলু নগরীর আকুয়া এলাকার প্রয়াত অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন খানের ছেলে। তিনি ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন খান দুলুর বড় ভাই।
আরও পড়ুন: নাট্যনির্মাতা রিংকুকে গ্রেফতারের কারণ জানা গেল
কবি ও সংগঠক শামীম আশরাফ জানান, শাহাদাত হোসেন খান হিলু কিডনির সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তিনি বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শাহাদাত হোসেন খান হিলু একাধারে নাট্যকার, কবি, অভিনেতা, নির্দেশক, সংগঠক। এছাড়াও তিনি ছিলেন বহুরূপী নাট্য সংস্থার সদস্যসচিব, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সভাপতিমণ্ডলী সদস্য, ময়মনসিংহ থিয়েটার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি।
]]>