ময়মনসিংহে ১৩ ইটভাটাকে ৭৮ লাখ টাকা জরিমানা

৪ দিন আগে
ময়মনসিংহ সিটি করপোরেশন নগর ও সদর উপজেলা এলাকায় অবৈধভাবে পরিচালিত ১৩টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে পরিবেশ অধিফতর। অভিযানে ১৩টি ইটভাটার মধ্যে একটি সম্পূর্ণ ও ৪টি ইটভাটা আংশিক গুঁড়িয়ে দেয়ার পাশাপাশি সবগুলো ভাটা থেকে ৭৮ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

সোমবার (৬ জানুয়ারি) দিনভর এ অভিযান চালানো হয়।


পরিবেশ অধিদফতরের ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক মো. মাহবুবুল আলম বলেন, সিটি করপোরেশন এলাকা ও সদর উপজেলার মধ্য বাড়েরার পাড়, উজান বাড়েরা তার আশপাশের এক কিলোমিটার এলাকায় গড়ে উঠা ১৩টি ইটভাটাতে অভিযান চালানো হয়। এ সময় একটি ইটভাটাকে সম্পূর্ণ ধ্বংস করা হয় এবং তিনটি ইটভাটাকে আংশিক ভেঙে দেয়া হয়। এছাড়া অবৈধভাবে পরিচালিত আরও ৯ টি ইটভাটাকে জরিমানা ধার্য ও আদায় করা হয়।


পরিবেশ অধিদফতর থেকে জানানো হয়, পরিবেশ অধিদফতর সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন নেতৃত্বে অভিযানে নগরের গন্দ্রপা এলাকার মেসার্স এইচ এম বি ব্রিকস সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে এবং বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আকুয়া মোড়লপাড়া এলাকার মেসার্স জামান ব্রিকস আংশিক ভেঙে দেয়া হয়েছে এবং বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৪ ইটভাটা মালিককে ৭ লাখ টাকা জরিমানা


মধ্যবাড়েরা এলাকার মেসার্স রতন ব্রিকস-১ আংশিক ভেঙ্গে দেয়া হয়েছে এবং বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মধ্য বাড়েরা এলাকার মেসার্স শাপলা ব্রিকস ৬ লাখ টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ দেয়া হয়। কান্দাপাড়া এলাকার মেসার্স রতন ব্রিকস-২ আংশিক ভেঙে দেয়া হয়েছে এবং বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে এবং ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


বাড়েরার পাড়া এলাকার মেসার্স সুরুজ ব্রিকস আংশিক ভেঙে দেয়া হয়েছে এবং বন্ধের নির্দেশ দেয়া হয়েছে এবং ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স জনতা ব্রিকস, মেসার্স  মামুন সুপার ব্রিকস, মেসার্স সাইফল ব্রিকস, মেসার্স এশিয়া ব্রিকস, মেসার্স সেবা এ বারি ব্রিকস, মেসার্স সুমন ব্রিকস, মেসার্স রতন ব্রিকস-৩ নামের ইটভাটাকে বন্ধের নির্দেশ দেয়ার পাশাপাশি প্রত্যেক ইটভাটাকে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন