ময়মনসিংহে ‘স্ত্রীর সঙ্গে ঝগড়ার’ জেরে শিপলুকে ছুরিকাঘাতে হত্যা

১ সপ্তাহে আগে
ময়মনসিংহ সদরে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের সরকারি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিবলু মিয়া (২০) ওই এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

 

শিবলুর চাচা আকি মিয়া জানান, বছর খানেক আগে ঘাগড়া ইউনিয়নের সুহেলী গ্রামের সাইদ মিয়ার মেয়ে মিমের সঙ্গে বিয়ে হয় শিবলুর। বিয়ের পর থেকে সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকত। সম্প্রতি মিম তার স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যায়। পরে গত বুধবার (১৫ অক্টোবর) শিবলু তার স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ি যান। সেখানে গেলে শ্বশুর বাড়ির লোকজন তাকে আটকে রাখেন। পরে শিবলুর মা-বাবা খবর পেয়ে শ্বশুর বাড়ি থেকে তাকে নিয়ে আসেন। এ ঘটনায় শুক্রবার সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু শিবলুর শ্বশুর বাড়ির লোকজন না আসায় সালিশ হয়নি।

 

আরও পড়ুন: ময়মনসিংহে কমেছে পাসের হার, ১৫ প্রতিষ্ঠানের সবাই ফেল

 

তিনি আরও বলেন, সন্ধ্যায় দাপুনিয়া সরকারি পুকুরপাড় বাজারে দোকানে চা পান করছিলেন শিবলু। এ সময় দুটি মোটরসাইকেলে ৩-৪ জন যুবক তাকে ডেকে বাজারের পাশে নির্জন স্থানে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে শিবলুর চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডে শিপলুর শ্বশুর বাড়ির লোকজন জড়িত।


ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পেছনে পারিবারিক বিরোধ বিশেষত স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়া এবং নির্ধারিত সালিশ না হওয়াকে কেন্দ্র করে ঘটেছে বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

]]>
সম্পূর্ণ পড়ুন