মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে গ্রেফতার করে রেলওয়ে থানা পুলিশ। পরে তাকে ভালুকা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার ভালুকা পৌরসভা এলাকার টিঅ্যান্ডটি রোডের একটি বাসায় ভাড়ায় ময়না বেগম, তার ছয় বছরের মেয়ে রাইসা ও দুই বছরের ছেলে মো. নীরবকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই বাসা থেকে পালিয়ে নিহত ময়নার দেবর নজরুল। ওইদিন রাতে নিহত ময়নার ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে ভালুকা থানায় মামলা করেন। এতে ময়নার দেবর নজরুল ইসলামসহ অজ্ঞাতপরিচয় এক-দুজনকে আসামি করা হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে ২ সন্তানসহ মাকে হত্যা: দেবরকে আসামি করে মামলা
জয়দেবপুর রেলওয়ে ফারির ইনচার্জ নাদির-উজ-জামান বলেন, ‘আমরা খবর পাওয়া মাত্রই পুরো স্টেশনে নিরাপত্তা জোরদার করি এবং তল্লাশি শুরু করি। একপর্যায়ে, ওভার ব্রিজের নিচে অভিযুক্ত নজরুলেকে দেখতে পাই। পরবর্তীতে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসি। পরে ভালুকা থানা পুলিশের হাতে তাকে হস্তান্তর করি।’
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনকে জবাই করে হত্যার বিষয়টি শিকার করেছে নজরুল।