এ ঘটনায় হত্যায় অভিযুক্ত বড় ভাই জালাল উদ্দিনকে (৩৫) আটক করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের ভগ্নিপতি দুই ভাইকে নিয়ে আলোচনা করছিলেন। এমন সময় দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে হঠাৎ জালাল উদ্দিন ছোট ভাই লাল চাঁনকে দা দিয়ে ঘাড়ে কোপ দিলে লাল চাঁনের মৃত্যু হয়। ঘটনার পর আটক করা হয়েছে ঘাতক জালাল উদ্দিনকে।
আরও পড়ুন: গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে খুন
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত লাল চাঁন ও ঘাতক জালাল উদ্দিন ওই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে। লাল চাঁন পেশায় মিশুক চালক ছিলেন।