ময়মনসিংহে ডিসি গোল্ডকাপের চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

১ সপ্তাহে আগে
দর্শকদের উচ্ছ্বাস আর খেলোয়াড়দের উত্তেজনাকর লড়াইয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল দেখলো ময়মনসিংহবাসী। এতে তারাকান্দা উপজেলাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা। টুর্নামেন্ট থেকে বাছাইকৃত খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে খেলার জন্য প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ময়মনসিংহে ডিসি গোল্ডকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল তারাকান্দা উপজেলা ও ঈশ্বরগঞ্জ উপজেলা। গ্যালারিতে দর্শক উন্মাদনা, মাঠে ফুটবলারদের জমজমাট লড়াই। ১৮ মিনিটে তারাকান্দাকে টেক্কা দিয়ে বাবুর গোলে ঈশ্বরগঞ্জ উপজেলার লিড। প্রথমার্ধে আর স্কোরের দেখা পায়নি কোনো দল। বিরতির পর খেলতে নেমে আবারও ঈশ্বরগঞ্জের বাজিমাত। এবার গোল করে দলকে ২-০ তে এগিয়ে দেন রাব্বুল। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে বিজয় উল্লাসে মাতে ঈশ্বরগঞ্জ উপজেলা।


তরুণদের খেলাধুলায় ফিরিয়ে আনা এবং তৃণমূলে ফুটবলকে জনপ্রিয় করা ও সুপ্ত প্রতিভা খুঁজে বের করতেই এমন আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বলেন, 'ময়মনসিংহ সবসময়ই খেলাধুলা ও সংস্কৃতির জন্য পরিচিত। আপনারা উপভোগ করার কারণে আজকের এই খেলাটা প্রাণবন্ত হয়ে উঠেছে। এই গোল্ডকাপ টুর্নামেন্ট শুধু ফুটবল খেলোয়াড়ই তৈরি করছে না বরং তরুণ সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলছে। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিভা অন্বেষণে বিশাল ভূমিকা রেখেছে।'


আরও পড়ুন: কলাগাছের ভেলাবাইচ প্রতিযোগিতায় জিতল ‘গরিবের বন্ধু ভেলা’ 


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, 'গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য ছিল আমাদের ময়মনসিংহ জেলায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে আনা। আমরা আনন্দের সঙ্গে বলতে পারি, সেই উদ্দেশ্য ইতোমধ্যে সফল ও সার্থক হয়েছে। আগামীতে এখান থেকে একটি দক্ষ ও যোগ্য টিম জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে খেলাধুলার জন্য অংশ নিতে পারবে—এটাই আমাদের প্রত্যাশা।'


এসময় চ্যাম্পিয়ন দলকে এক লাখ ও রানারর্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কারসহ ট্রফি তুলে দেন অতিথিরা। টুর্নামেন্টে ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান তারাকান্দার মানিক। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ঈশ্বরগঞ্জের বাবু ও টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন একই দলের আরিফ।

]]>
সম্পূর্ণ পড়ুন