এ উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) সকালে নগরীর কেন্দ্রীয় দুর্গাবাড়ি মন্দিরের সামনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়।
এসময় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার ফাল্গুনি নন্দি, জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী, মহানগর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ্ কায়সার, ময়মনসিংহ কেন্দ্রীয় সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক স্বপন সেন গুপ্ত, পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক শংকর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সামনে নির্বাচনে আপনারা শাঁখা সিঁদুর পরে ভোট দিতে যাবেন: স্বরাষ্ট্র সচিব
পরে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দুর্গাবাড়ি মন্দিরে এসে শেষ হয়। ঢাক-ডোল আর রঙ বেরঙের সাজে শোভাযাত্রায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। এসময় শ্রীকৃষ্ণের জীবনদর্শন তুলে ধরে তারা শান্তি, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেন। জন্মাষ্টমির শোভাযাত্রা ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়। সড়কের মোড়ে মোড়ে মোতায়েন ছিলো অতিরিক্ত পুলিশ।