সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে নগরীর বড়বাজার নিউমার্কেটের দুধমহল এলাকায় আল নূর নামে একটি খাবারের হোটেলে গ্যাস লাইনের লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: গাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, ১৭ দোকান পুড়ে ছাই
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণ চন্দ্র মূর্শিদি জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হোটেলের ভেতরে আংশিক ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।