সর্বকালের সেরা বিতর্কটা দীর্ঘদিন পর্যন্ত পেলে ও ম্যারাডোনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু লিওনেল মেসি এই বিতর্কে ভিন্নমাত্র যোগ করেছেন। বার্সেলোনার হয়ে তিনি যা করেছেন, তাতেই অনেকের চোখে সর্বকালের সেরা ফুটবলারের তকমা পাচ্ছিলেন তিনি। কিন্তু মেসি অবিসংবাদিত হয়ে ওঠেন কাতার বিশ্বকাপে। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেয়ার পথে ৭ গোল করে আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড় নির্বচিত হন তিনি। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলে অবদান রাখা খেলোয়াড় হিসেবে পেলেকেও ছাড়িয়ে যান। এমন পারফরম্যান্সের পর সর্বকালের সেরার আলোচনায় জোরেশোরেই মেসির নাম আলোচিত হয় এখন।
দেশের সেরা দুই ফুটবলারের তুলনায় আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্ক্যালোনি অবশ্য মেসির পক্ষে। সতীর্থ ও শিষ্য দুই ভূমিকাতেই মেসিকে খুব কাছে থেকে দেখেছেন স্ক্যালোনি। সেরার প্রশ্নে তিনি মেসির পক্ষই নিচ্ছেন।
আরও পড়ুন: ফের কানাডা লিগের সপ্তাহের সেরা একাদশে সমিত সোম
স্পেনের সাংবাদিক সিরো লোপেজের 'ভিএআর' শোয়ে স্ক্যালোনি বলেন, 'আমি মেসির দিকে থাকছি কারণ আমি তার খেলা দেখেছি এবং জানি সে কী কেমন খেলে। তবে এখন তাদের (মেসি ও ম্যারাডোনা) মধ্যে এমন তুলনার কোনো মানে হয় না, কারণ আপনার উচিত তাদের খেলা উপভোগ করা। আমি এই ব্যাপারে নিশ্চিত যে, তাদের যে কেউই ৭০, ৮০ বা ৯০ এর দশক কিংবা এখনকার ফুটবলও খেলতে পারতেন, কারণ ভালো খেলোয়াড় সবসময়ই ভালো খেলোয়াড়।'
নিজের দেশের সেরা দুই ফুটবলারের তুলনার বলে বরং মিলগুলো নিয়েই বেশি বলেছেন স্ক্যালোনি, 'সবাই একই রকম হয় না। ফুটবল খেলার হিসেবে তারা দুজনই জিনিয়াস। তাদের ব্যক্তিত্ব ভিন্ন, কিন্তু তাদের নিজেদের মতো করে দুজনই নেতা। লিও (মেসি) এটা ভিন্নভাবে দেখান। আমি আপনাকে অসংখ্য উদাহরণ দেখাতে পারব: ২০২১ এর কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে যখন তার মাংসপেশির সমস্যা দেখা দিল, সে লকার রুমে এলে ফিজিও তাকে ম্যাসাজ দিল এবং সে ম্যাচটা খেলতে মাঠে নেমে গেল, যেন তার কিছুই হয়নি।'
মেসিকে কোচিং করাতে কেন তার ভালো লাগে সে ব্যাপারেই বলেছেন স্ক্যালোনি, 'বিজয়ীদের সঙ্গে এটা সহজ। যখন আপনার কাছে এমন খেলোয়াড় থাকবে যে পাঁচ বছর বয়স থেকেই প্রতিযোগিতা করছে এবং তারা জানে জেতার জন্য কীভাবে চেষ্টা করতে হয়, এটা (শেখানো) খুবই সহজ হয়ে যায়। জয়ের নেশা তার (মেসি) ডিএনএ'তেই আছে। সে হারতে পছন্দ করে না, এমনকি অনুশীলনেও এবং এটা মৌলিক ব্যাপার।'
আরও পড়ুন: বাকিরা রিয়ালকে ভয় পেলেও বার্সা তা পায় না: ইয়ামাল
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই কোচ তার কৌশলে রোসারিওতে জন্ম নেয়া তারকার বিশেষ গুরুত্বের কথাও জানান, 'যখন আপনি তাকে একটা নির্দেশ দেন, তার কাছে সবসময়ই সেটা পরিষ্কারভাবে ধরা দেয়। ব্যাপারটা এমন যে তাকে আর দশজনের মতোই দেখা হচ্ছে এটা জেনেও যে, তিনি শুধুই আর দশজনের মতো নন। আপনার আস্তিনের সেরা টেক্কা সে।'
'সে দলের ফর্মেশনে কখনো হস্তক্ষেপ করে না। এটা পরিষ্কার যে তার এমন খেলোয়াড় দরকার যারা তার সঙ্গে পাল্লা দিতে পারে। সৌভাগ্যবশত, আমাদের কাছে এমন খেলোয়াড় আছে যারা দলকে শক্তিশালী করে তুলেছে।'