ম্যারাডোনার মৃত্যুর পর থেকেই তার চিকিৎসার দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে গুরুতর অবহেলার অভিযোগ ওঠে। প্রসিকিউশন পক্ষ দাবি করেছে যে, অভিযুক্ত স্বাস্থ্যকর্মীদের চরম অবহেলার কারণেই ম্যারাডোনার মৃত্যু হয়েছে।
এর আগে এই মামলার প্রথম বিচারকার্য প্রায় আড়াই মাস চলার পর গত মে মাসের শেষে বাতিল ঘোষণা করা হয়। কারণ, তৎকালীন বিচারক জুলিটা ম্যাকিন্টাচ একইসঙ্গে বিচার প্রক্রিয়া নিয়ে একটি অননুমোদিত তথ্যচিত্র তৈরির কাজে যুক্ত ছিলেন। এই গুরুতর অভিযোগের পর তাকে বিচারকের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং বর্তমানে তার বিরুদ্ধে পৃথক অভিশংসন প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: লাল কার্ডের পর চার ম্যাচের নিষেধাজ্ঞায় আর্জেন্টাইন ক্লাবের মিডফিল্ডার
জার্মান প্রেস এজেন্সি জানিয়েছে, স্যান ইসিদ্রোতে অবস্থিত সপ্তম ফৌজদারি আদালতকে লটারির মাধ্যমে ম্যারাডোনার মামলার নতুন বিচার পরিচালনার জন্য নির্বাচিত করা হয়েছে। বিচারক রবার্তো গাইগ, আলেজান্দ্রো লাগো এবং আলবার্তো ওর্তোলানি এই নতুন বিচারকার্য পরিচালনা করবেন।
যদিও তাত্ত্বিকভাবে দ্রুত নতুন শুনানির তারিখ নির্ধারণ করা সম্ভব, তবে বিচারিক মহল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিচার পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। এর প্রধান কারণ হিসেবে আদালতের ব্যস্ত সময়সূচি এবং আসামিপক্ষের আইনজীবীদের সম্ভাব্য কালক্ষেপণ কৌশলকে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: মোটা অঙ্কের আর্থিক জরিমানার মুখে ম্যানসিটি
এই নতুন বিচার শুরু হওয়ার মধ্য দিয়ে ম্যারাডোনার মৃত্যুর পেছনের প্রকৃত কারণ এবং তাতে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।
]]>