নাইজেরিয়াকে উড়িয়ে ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

১১ ঘন্টা আগে
মাত্র দুই বছর আগের কথা। ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোয় নাইজেরিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ২-০ গোলের হারে আসর থেকে বিদায় নিতে হয়েছিল ফেবারিট আলবিসেলেস্তেদের। সেই হারের প্রতিশোধটা এবার নির্মমভাবে নিলো লিওনেল মেসির উত্তরসূরিরা। চিলির সান্তিয়াগোয় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোয় নাইজেরিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লাতিন পরাশক্তিরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে নাইজেরিয়াকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের পক্ষে মাহের কারিজো জোড়া গোল করেছেন। বাকি গোল দুটি করেন আলেজো সারকো এবং মাতেও সিলভেত্তি।


বিশ্বকাপে দারুণ ফর্মে আছে আর্জেন্টিনা। গ্রুপ ডি'তে তিন ম্যাচেই জিতে ইতালিকে পেছনে ফেলে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে তারা। এই তিন ম্যাচে করেছে ৮ গোল। নাইজেরিয়ার জালে আজ ৪ গোল দেয়ায় মাত্র ৪ ম্যাচে ১২ গোল হলো আলবিসেলেস্তেদের। এর বিপরীতে হজম করেছে মোটে ২ গোল।


দীর্ঘ ১৪ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। সবশেষ ২০১১ সালে কোয়ার্টার ফাইনাল খেলেছিল তারা।


আরও পড়ুন: মারা গেলেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও বোকা জুনিয়র্সের কোচ


আর্জেন্টিনা এদিন লিড পায় কিক-অফের ১ মিনিট ৬ সেকেন্ডের মাথায়। বায়ার লেভারকুসেনের তরুণ ফরোয়ার্ড আলেজোর এই গোলটিই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে দ্রুততম।


২৩ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কারিজো। ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।


আরও পড়ুন: আমোরিমকে কি বরখাস্ত করা হবে? যা বললো ম্যান ইউনাইটেডের মালিকপক্ষ


বিরতির পরও আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ৫৩ মিনিটে বাঁ পায়ের শটে আরও একটা দারুণ গোল করেন কারিজো। ৬৬ মিনিটে নাইজেরিয়ার কফিনে শেষ পেরেক ঠোকেন সিলভেত্তি। ডান প্রান্তে বল পেয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন ইন্টার মায়ামির এই তরুণ তারকা।


কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মেক্সিকোকে। আগামী রোববার (১২ অক্টোবর) একই মাঠে হবে ম্যাচটি।

]]>
সম্পূর্ণ পড়ুন