বুধবার (৪ ডিসেম্বর) ম্যানচেস্টারের ক্লাবটিকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। দলের জয়ে জুরিন টিম্বারের পাশাপাশি একটি গোল পেয়েছেন উইলিয়াম সালিবা। লিগে ইউনাইটেডের বিপক্ষে আর্সেনালের এটা প্রথম টানা চতুর্থ জয়ের রেকর্ড। অন্যদিকে গত মাসে দায়িত্ব নেয়ার পর রুবেন আমোরিমের অধীনে রেড ডেভিলদের এটা প্রথম হার।
আরও পড়ুন: দুর্দিনচক্র থেকে বের হলো সিটি, জয়-বৃত্তের বাইরে লিভারপুল
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫৪ মিনিটে লিড নেয় আর্সেনাল। এ সময় ডেকলাইন রিসের কর্নার কিকে ভেসে আসা বলে লাফিয়ে উঠে হেড করেন টিম্বার। বল চলে যায় ইউনাইটেডের জালে।
আরও পড়ুন: এমবাপ্পের আরও একটি পেনাল্টি মিস, ভালভার্দের ভুল—মাদ্রিদের হার
সালিবার গোলটি ম্যাচের ৭৩ মিনিটে। এবারও কর্নার থেকে বল ভেসে আসে। থমাস পার্টে হেড দিলে বল সালিবার পেছনে লেগে জালে প্রবেশ করে। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় পায় আর্সেনাল। ফলে ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে তারা। আমোরিম দায়িত্ব নেয়ার আগে এরিক টেন হ্যাগের অধীনে দুর্দিন পার করা ম্যানইউ ১৯ পয়েন্ট নিয়ে আছে ১১ নম্বরে। ৩৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে লিভারপুল।