ম্যাচসেরার পুরস্কারের ১২ গুণ জরিমানা গুনলেন আইয়ার

৩ সপ্তাহ আগে
আইপিএলের গত সবগুলো আসরেই দুর্দান্ত পারফর্ম করেছেন শ্রেয়াস আইয়ার। অধিনায়ক হিসেবে তার অবদানও চোখে পড়ার মতো। এবারের আইপিএলেও সেই ধারাবাহিকতা দেখিয়ে চলছেন ভারতীয় এই ব্যাটার।

এবারের আইপিএলে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে আইয়ারের পাঞ্জাব। এতে ৬ জয় নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে পাঞ্জাব। সর্বশেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে বড় ব্যবধানে হারিয়েছে আইয়ারের দল। ব্যাট হাতে ৪১ বলে ৭২ রান করে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক আইয়ার। 

 

ম্যাচসেরা হয়ে ১ লাখ রুপির পুরস্কার পেয়েছিলেন আইয়ার। তবে পরের দিনই তার চেয়ে অনেক বড় অঙ্কের জরিমানা করেছে বিসিসিআই। মূলত চেন্নাইয়ের ম্যাচে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে পাঞ্জাব অধিনায়কের। এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ (১ মে) এই তথ্য জানিয়েছে বিসিসিআই।

 

বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘চেন্নাইয়ে বুধবার আইপিএলের ৪৯তম ম্যাচে মন্থর ওভার রেটের কারণে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে জরিমানা করা হয়েছে। আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, এটি আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত। এবারের মৌসুমে আইয়ারের দলের এ ধরনের ঘটনা প্রথম হওয়ায় তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’

 

স্লো ওভার রেটের কারণে গতকাল ম্যাচের মধ্যেই শাস্তি পেয়েছে পাঞ্জাব। শেষ ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে মাত্র ৪ জন ফিল্ডার রাখতে হয়েছিল তাদের। তবে আইয়ারদের ভাগ্য ভালো। শেষ ওভারের দ্বিতীয় বলেই চেন্নাই অলআউট হয়ে গেছে। নয়তো আরও চার বল করতে আরও বেশি সময় লাগত। সে ক্ষেত্রে আইয়ারের শাস্তির মাত্রা বাড়তে পারত।

 

আন্তর্জাতিক ম্যাচে বারবার স্লো ওভার রেটের নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তি হিসেবে নিষেধাজ্ঞা দেয়ার নিয়ম রয়েছে। তবে এবারের আইপিএলে এই নিয়ম বাতিল করা হয়েছে। এবার শাস্তি হিসেবে অর্থদণ্ডের পাশাপাশি ডিমেরিট পয়েন্ট যোগ করা হচ্ছে। আইয়ারকে অবশ্য ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন