আবহাওয়া অফিস বলছে, পৌষের মাঝামাঝি সময়ে এসে শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তবে সকাল বেলা কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সাথে সাথে দেখা মিলেছে সূর্যের।
আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা একদিনের ব্যবধানে কমে ৮ ডিগ্রির ঘরে গিয়ে নেমেছে।
এদিকে সরেজমিনে দেখা গেছে, গত দুদিন ধরে জেলায় স্থবিরতা নেমে আসলেও, শুক্রবার সকাল সকাল সূর্যের মুখ দেখা দেয়ায় মানুষের মাঝে স্বস্তি ফিরতে দেখা গেছে। অনেকেই সকাল সকাল কাজের উদ্দেশে বের হন।
আরও পড়ুন: রাজধানীতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আকাশে মেঘ না থাকায় আজ কুয়াশার পরিমাণ কম ছিল। একই সাথে সূর্যের মুখ দেখা মিলেছে। তবে কুয়াশা না থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়।