মৌসুমের প্রথম 'এল ক্লাসিকো' অনুষ্ঠিত হবে যেদিন

১ সপ্তাহে আগে
ক্লাব ফুটবলে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হলো এল ক্লাসিকো। স্পেনের দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই ম্যাচটি সকল হাইভোল্টেজ ম্যাচকে ছাড়িয়ে যায়। লা লিগার নতুন মৌসুমের সূচি প্রকাশ হলেই দর্শকদের চোখ থাকে এই এল ক্লাসিকোর দিকে। এবার জানা গেল ২০২৫-২৬ মৌসুমের প্রথম এক ক্লাসিকো কবে অনুষ্ঠিত হবে।

লা লিগায় ২০২৫-২৬ মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর। সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে শুরু হবে এই হাইভোল্টেজ লড়াই।


গত মৌসুমে এল ক্লাসিকোর চারটি ম্যাচেই জিতে রিয়াল মাদ্রিদকে পরাজয়ের তিক্ত স্বাদ দিয়েছিল বার্সেলোনা। দ্বিতীয়বারের মতো কোনো মৌসুমে ক্লাসিকোর সব ম্যাচে জয় তুলে নেয় কাতালান ক্লাবটি। লা লিগায় ৪-০, সুপারকাপের ফাইনালে ৫-২, কোপা দেল রে'র ফাইনালে ৩-২ এবং মৌসুমের শেষ ক্লাসিকোতেও ৪-৩ গোলের ব্যবধানে জেতে বার্সা।


আরও পড়ুন: ঘরের মাঠে খেলার স্বপ্ন ভঙ্গ হলো বার্সেলোনার 


এদিকে বর্তমানে ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ১৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা খেলবে রিয়াল ওবেইদোর বিপক্ষে।

]]>
সম্পূর্ণ পড়ুন