গার্সিয়াও আস্থার প্রতিদান দিয়েছেন। লিগের এডভান্স পরিসংখ্যান অনুযায়ী, গত মৌসুমে ১৪৬টি গোল ঠেকিয়েছেন তিনি। যা লা লিগার ২০২৪-২৫ মৌসুমে সর্বোচ্চ। যদিও গার্সিয়ার দল লিগ শেষ করেছে ১৪ নম্বরে থেকে।
এস্পানিয়ল গোলকিপারের এই পারফরম্যান্স দেখে তার ওপর নজর রেখেছিল আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডডের মতো ক্লাবগুলো। কিন্তু গার্সিয়াকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা।
আরও পড়ুন: ‘বর্তমান অসাধারণ এবং ভবিষ্যৎ সম্ভাবনাময়’–আর্জেন্টাইন বিস্ময়বালকের প্রশংসায় শাবি
বার্সেলোনা নিজেদের অফিসিয়াল সাইটে এক বিবৃতিতে ঘোষণাটি দিয়েছে। আগামী শুক্রবার গার্সিয়া বার্সেলোনার প্লেয়ার হিসেবে চুক্তিতে সই করবেন। দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে ৬ বছরের জন্য, অর্থাৎ ২০৩১ সালের জুন নাগাদ চুক্তির মেয়াদ। ২৪ বছর বয়সি স্প্যানিশ ফুটবলারের জন্য বার্সার খরচ হচ্ছে ২৫ মিলিয়ন ইউরো।
বিবৃতিতে জানানো হয়েছে, ‘বার্সেলোনা ২৫ মিলিয়ন ইউরো প্লাস সিপিআই খরচের বিনিময়ে হুয়ান গার্সিয়ার জন্য রিলিজ ক্লজ সচল করেছে। শুক্রবার ক্লাবের অফিসে চুক্তি হবে, গার্সিয়া থাকবেন ২০৩১ সাল পর্যন্ত।’
আরও পড়ুন: নিজের চেয়ে ১৩ বছরের বড় নারীর সঙ্গে প্রেম করছেন ইয়ামাল!
এস্পানিয়লের হয়ে দারুণ পারফরম্যান্স সত্ত্বেও বার্সেলোনায় প্লেয়িং টাইমের জন্য গার্সিয়াকে লড়তে হবে মার্ক আন্দ্রে টের স্টেগেন, ভয়চেক সেজনি ও ইনাকি পেনার সঙ্গে। গত মৌসুমের মাঝপথে স্টেগেন ইনজুরিতে পড়ার পর অবসর ভাঙিয়ে সেজনিকে দলে ভেড়ায় কাতালানরা।
ক্লাবে গার্সিয়ার দারুণ পারফরম্যান্স। কিন্তু তারকার ঠাসা স্পেন দলে এখনও ডাক পাননি তিনি। তবে যুব পর্যায়ে খেলেছেন, গত বছর প্যারিসে অলিম্পিক দলের হয়ে জিতেছেন স্বর্ণপদকও।