শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন কুলাউড়া শাখার আয়োজনে কুলাউড়া রেলস্টেশনে এ অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক আজিজুল হক। এ সময় বক্তব্য রাখেন সাবেক এমপি নবাব আলী আব্বাস খান প্রমুখ।
অবস্থান ধর্মঘট চলাকালীন সময়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস কুলাউড়ায় এসে পৌঁছালে দাবি আদায়কারীরা ট্রেনটি অবরোধ করে রাখেন। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে ট্রেনটি অবরোধের কারণে আটকা পড়ে।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: নীলফামারীতে উত্তরা ইপিজেড শ্রমিকদের সড়ক অবরোধ
আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামী পনেরো দিনের মধ্যে তাদের দাবি বাস্তবায়িত না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে।
উল্লেখ্য, সিলেট অঞ্চলে রেললাইনের উন্নয়নসহ আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে গত এক মাস ধরে কুলাউড়ায় আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে ৮ দফা দাবি বাস্তবায়ন কমিটি।